চ্যাম্পিয়নস লিগে টিকে রইল মাদ্রিদ, কোচের কণ্ঠে আত্মবিশ্বাস
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে আরবি সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ। তবে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দলের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচই জয় নিশ্চিত করার লড়াই।
গতকাল ঘরের মাঠে শুরু থেকেই প্রাধান্য দেখিয়েছে মাদ্রিদ। প্রথমার্ধে রদ্রিগোর জোড়া গোল ও দ্বিতীয়ার্ধে এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গোলের সুবাদে জয় পায় স্বাগতিকরা। যদিও ম্যাচের শেষ মুহূর্তে সালজবুর্গের বিডস্ট্রাপ এক গোল পরিশোধ করেন।


আক্রমণে ধারাবাহিকতা বজায় রাখলেও রক্ষণ দুর্বলতা এখনো ভাবাচ্ছে আনচেলত্তিকে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা জেতার এবং ভালো খেলার চেষ্টা করেছি। তবে রক্ষণে উন্নতি প্রয়োজন। আক্রমণ ভালো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে রক্ষণ আমাদের চ্যালেঞ্জে ফেলে।”
দীর্ঘমেয়াদি চোট সমস্যায় ভুগছে মাদ্রিদের রক্ষণ। ডেভিড আলাবা প্রায় এক বছর পর মাঠে ফিরলেও এখনো মূল একাদশে সুযোগ পাননি। এছাড়া ডানপ্রান্তে কারভাহাল ও তার বিকল্প ভাসকেসের চোট আনচেলত্তিকে মিডফিল্ডার ভালভার্দেকে রাইটব্যাক হিসেবে খেলাতে বাধ্য করেছে।
কোচ জানান, “রক্ষণে সমস্যা দলগত। তবে আলাবা ফিরেছে, রুডিগার ভালো করেছে। দল হিসেবে নিবেদিত থাকতে পারলে আক্রমণের প্রতিভার পুরো সদ্ব্যবহার করতে পারব।”
এ মৌসুমে গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে তিনটি হেরেছে মাদ্রিদ। ফলে ১২ পয়েন্ট নিয়ে ষোলতম অবস্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চমক জাগানো ফ্রেঞ্চ ক্লাব ব্রেস্ত। ১৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে ব্রেস্ত।
শীর্ষ আটে ওঠার চ্যালেঞ্জ নিয়ে আনচেলত্তি বলেন, “রেয়াল মাদ্রিদে থাকা মানেই প্রতিটি ম্যাচ জয়ের জন্য লড়াই। আমাদের শেষ ম্যাচ অবশ্যই জিততে হবে, এটা নতুন কিছু নয়।”