সাংবাদিক মাহমুদুর রহমানের রায় ১০ ফেব্রুয়ারি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় খালাস চেয়ে যুক্তি উপস্থাপন করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের আইনজীবী। আদালত আগামী ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন।
২০১১ সালের সেপ্টেম্বরের আগে থেকে বিভিন্ন সময়ে বিএনপি ও জোটভুক্ত নেতারা দেশের ভেতর ও বাইরের বিভিন্ন স্থানে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।


২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় এ মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার তৎকালীন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ মামলায় মাহমুদুর রহমান, শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন। দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) পাঁচ বছরের কারাদণ্ড এবং ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
গত বছরের ৩ অক্টোবর জামিন পান মাহমুদুর রহমান। এর আগে, ২৯ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর পাঁচ দিন কারাগারে ছিলেন। আপিলের শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন।
মাহমুদুর রহমানের আইনজীবীর যুক্তি উপস্থাপনা শেষে আদালত ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলার এই রায় বহাল থাকবে নাকি আসামি খালাস পাবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্ধারিত তারিখ পর্যন্ত।