ঢাকার ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৬৯ মামলা, অভিযানে ৭৫টি গাড়ি ডাম্পিং
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯৬৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।


গত বুধবার (২২ জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের সমন্বিত অভিযানে এসব মামলা দায়ের করা হয়। অভিযানের অংশ হিসেবে ৭৫টি গাড়ি ডাম্পিং এবং ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
পুলিশের এই কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।