ঢাকায় বাড়ছে বিষাক্ত বাতাস, পরিবেশ অধিদপ্তরের সতর্ক বার্তা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

ছবি: শাহজালাল রোহান

রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় বায়ুদূষণের মাত্রা প্রতিদিনই বাড়ছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকার বাতাসের মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৪১৪ স্কোর করে, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। বায়ুদূষণের এই অবস্থায় পরিবেশ অধিদপ্তর সতর্কতামূলক বার্তা দিয়ে নাগরিকদের মাস্ক পরিধান এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

প্রতিবছরই ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় রাখা হয়। এবার শীত মৌসুমে দূষণের মাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের সময় বৃষ্টি না থাকার কারণে বায়ুদূষণের মাত্রা বেড়ে গেছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী: ০-৫০: ভালো মানের বায়ু। ৫১-১০০: মাঝারি মান। ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০: সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর। ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর। ৩০১+: ঝুঁকিপূর্ণ। ঢাকার বর্তমান স্কোর ৪১৪, যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ মাত্রার মধ্যে পড়ে।

পরিবেশ অধিদপ্তরের মতে, বায়ুদূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা কর্মসূচি ২০২৪-২০৩০ চালু করা হয়েছে। ইটভাটা বন্ধ, নির্মাণকাজের ধুলো নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে গত সাত বছরে বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেখানে বায়ুদূষণের বার্ষিক গড় মান ৩৫ থাকার কথা, সেখানে ঢাকায় প্রতি বছর এটি ৮০+ থাকে। গতবছর এ মান ছিল ৮৩.৯। চলতি বছরের দূষণ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সতর্কতামূলক পরামর্শ
বাইরে গেলে মাস্ক ব্যবহার।
শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে না যাওয়া।
প্রয়োজনীয় দূষণবিরোধী ব্যবস্থা গ্রহণ।

Nagad

পরিবেশবিদদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দূষণের প্রভাব ভয়াবহ আকার ধারণ করবে।