সংস্কার সংক্ষিপ্ত হলে বছরের শেষেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংক্ষিপ্ত সংস্কার বাস্তবায়ন করা হলে চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে, বড় পরিসরে সংস্কার চাইলে আরও ছয় মাস লাগতে পারে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে আয়োজিত ‘আ কনভারসেশন উইথ মুহাম্মদ ইউনূস’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প পরিসরে নাকি বড় ধরনের সংস্কার চান। সংক্ষিপ্ত সংস্কার হলে এ বছরের শেষেই নির্বাচন, আর বড় সংস্কার হলে তা ২০২৬ সালের মাঝামাঝি সময়ের আগে সম্ভব নয়।”
ড. ইউনূস জানান, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। গ্রহণযোগ্য সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি ‘জুলাই চার্টার’ প্রস্তুত করা হবে, যা পরবর্তী নির্বাচন ও কর্মপন্থার ভিত্তি হবে।

ভোটার হওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার পক্ষে মত দিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, “আমাদের তরুণরা খুবই পরিপক্ব। ১৬ আর ১৮ বছরের মধ্যে কোনো বড় পার্থক্য নেই। তরুণদের ক্ষমতায়ন এবং তাদের কণ্ঠস্বর শোনার সময় এসেছে।”

বাংলাদেশের তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যা দিয়ে তিনি বলেন, “তোমরা পুরনো প্রজন্মের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু তাদের পথ অনুসরণ করো না। তোমাদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোগের মধ্যেই ভবিষ্যৎ নিহিত।”

Nagad