জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশে আদালতের স্থগিতাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারক জন কগেনর সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিরোধিতার অভিযোগে এ আদেশ স্থগিত করেন।

রায়ে বলা হয়, সংবিধানের চতুর্দশ সংশোধনী যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করা ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করে। ট্রাম্পের আদেশটি এ সংশোধনী লঙ্ঘন করছে।

আদালত আরও উল্লেখ করেছে, ট্রাম্পের নির্বাহী আদেশ সংবিধান লঙ্ঘন করে নাগরিকদের অধিকার খর্ব করেছে। ২২টি রাজ্য ও সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে এ আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। আদালতের স্থগিতাদেশে আদেশটি আপাতত ১৪ দিনের জন্য কার্যকর হবে না।

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া সকল ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্বের অধিকার পান। তবে, কট্টর অভিবাসনবিরোধীরা একে ‘বার্থ ট্যুরিজম’ বা ‘অ্যাংকর বেবি’ প্রক্রিয়া বলে উল্লেখ করে থাকেন।

ফেডারেল বিচারক জন কগেনর বলেন, “ট্রাম্পের আদেশ অসাংবিধানিক এবং এটি নাগরিকদের অধিকারের প্রতি চরম হুমকি। সংবিধান পরিবর্তনের এ ধরনের সিদ্ধান্ত নির্বাহী আদেশের মাধ্যমে হতে পারে না।”

Nagad

আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।