আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৪ জানুয়ারি)।

দিবসটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০টায় বনানী কবরস্থানে কোকোর কবরে কোরআন তেলাওয়াত এবং জিয়ারত কর্মসূচি পালন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

দুপুর ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেবেন।

এ ছাড়া বাদ আসর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্যের লন্ডন বিএনপিও বাদ আসর ব্রিকলেন জামে মসজিদে কোকোর জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

Nagad