খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

স্বাস্থ্যের উন্নতি হওয়ায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তাকে বাসায় নিয়ে যান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া আপাতত বাসায় থেকেই চিকিৎসা নেবেন। তবে প্রয়োজন হলে তাকে হাসপাতালে ফলোআপের জন্য যেতে হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের সমস্যার সমাধান হয়েছে, তবে কিডনির সমস্যা এখনও রয়ে গেছে। নতুন চিকিৎসার ফলে তার ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে এসেছে এবং শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। বয়সসহ বিভিন্ন শারীরিক জটিলতা বিবেচনায় চিকিৎসকরা বিষয়টি পরীক্ষা করছেন।

চিকিৎসার এই দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন তিনি অনেকটাই সুস্থ।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। সেদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য ক্লিনিক’ এ নিয়ে ভর্তি করা হয়। এর আগে, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ৭ জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Nagad