সীমান্তে উত্তেজনা: ভারতীয় কৃষককেও ধরে আনে বাংলাদেশিরা

রংপুর সংবাদদাতা:রংপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

দিনাজপুরের বিরল সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি কৃষককে আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাংলাদেশি জনগণ এর প্রতিক্রিয়ায় ভারতীয় কৃষককে আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে উভয় নাগরিককে নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশি কৃষক মো. আলামিনকে আটক করে বিএসএফ। তিনি ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় উত্তেজিত স্থানীয় বাংলাদেশিরা শূন্য রেখায় থাকা ভারতীয় কৃষক নারায়ন চন্দ্র রায়কে আটক করে।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলামের নেতৃত্বে বিজিবি এবং ৯০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিপিন কুমারের নেতৃত্বে বিএসএফ বিকেল ৪টায় পতাকা বৈঠক করেন। বৈঠকের পর দুই দেশের নাগরিকদের তাদের নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। সীমান্তবর্তী জনগণকে ভবিষ্যতে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় আবারও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Nagad