ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২
নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় ইব্রাহিম খলিল ওরফে রাসেল ও গোলাম কিবরিয়া ওরফে লিটন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে তাদের বানসা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তারা যুবলীগের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।


ফেসবুকে ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়লে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করতে শুরু করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শনিবার দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।