সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হারালো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেট দল ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে। ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ২২.৩ ওভারেই জয় নিশ্চিত করে। এ হারটি টাইগ্রেসদের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হওয়ার পাশাপাশি, বাছাইপর্বে খেলার বাধ্যবাধকতা তৈরি করেছে।

বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এবং থাইল্যান্ড।