দেশের বাইরে থেকেও চক্রান্ত চলছে: সারজিস আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চক্রান্ত শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বাইরেও পরিকল্পিতভাবে চালানো হচ্ছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা দেশের মানুষের লাখ কোটি টাকা চুরি করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে যাতে এ ধরনের ষড়যন্ত্র সফল না হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেন মতামত বা পদক্ষেপের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি বা তাদের দোসরদের কোনো সুযোগ না দিই। তারা আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পিপি আদম সুফি এবং পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সারজিস আলম দেশের সার্বিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Nagad