বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের ধারাবাহিকতায় স্ট্যান্ডিং কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভা শেষে বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে এ তথ্য জানান।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: নাজমুল আবেদিন ফাহিম: ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব। ইফতেখার রহমান মিঠু: মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব।ফাহিম সিনহা: মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি এবং ফিন্যান্স, গেম ডেভলপমেন্ট ও লজিস্টিক এন্ড প্রটোকল বিভাগের দায়িত্ব।সাইফুল আলম চৌধুরী স্বপন: ডিসিপ্লিন কমিটি এবং এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি।আকরাম খান: টুর্নামেন্ট ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি।মাহবুব আলম: গ্রাউন্ডস কমিটি এবং হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব।মোহাম্মদ সালাউদ্দিন: সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)।
মনজুরুল আলম: মেডিকেল কমিটির দায়িত্ব। এছাড়া সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটির দায়িত্ব এখনো ফাঁকা রাখা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনসহ বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক পদত্যাগ করেন।

পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম বিসিবির পরিচালক হন। তাদের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়েছে।