তরুণরা রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি সেটিকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের তরুণরা এখন রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। গত দেড় দশক ধরে তারা সঠিকভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত। যদি তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন করে, বিএনপি সেই উদ্যোগকে সমর্থন করবে। তবে কোনো দল গঠনে রাষ্ট্রীয় বা প্রশাসনিক সহায়তা নেওয়া কিংবা প্রতিহিংসাপ্রসূত আচরণ করা অনাকাঙ্ক্ষিত।’

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, ‘তরুণরা নতুন পথের দিশা দেবে, তবে সেই পথ হতে হবে স্বচ্ছ এবং গণতান্ত্রিক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন এবং সংস্কার উভয়ই জরুরি। বিএনপি এ দুটি বিষয়েই সমান গুরুত্ব দেয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সময়ে দেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংসার চালানো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভ্যাটের বোঝা, এবং বাজার সিন্ডিকেটের কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি চরম সংকটে রয়েছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এটি জনগণের মনে প্রশ্ন তুলেছে।’

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে। গণতন্ত্রের বিকাশ এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।’

শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

Nagad

সমাবেশে বিএনপির পক্ষ থেকে জনগণের জন্য রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।