এলডিসি গ্র্যাজুয়েশন না পেছালে অর্থনীতিতে ধস নামবে: বিসিআই সভাপতি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন পিরিয়ড তিন বছর পেছানো না গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

২০২৬ সালে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে। তবে এই উত্তরণের ফলে রপ্তানি পণ্যে প্রণোদনা হ্রাস এবং উচ্চ শুল্কের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত এক বছরে দেশের ১০০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে এবং আরও ২০০টি কারখানা বন্ধ হওয়ার পথে। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির ওপর ১২ শতাংশ শুল্ক আরোপ হবে, যা ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) সুবিধায় ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো শূন্য শুল্ক সুবিধা পাবে, যা বাংলাদেশের রপ্তানি খাতে বড় প্রভাব ফেলবে।

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাব: ১.এলডিসি গ্র্যাজুয়েশন পিরিয়ড তিন বছর পেছানোর দাবি। ২. দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে সুদহার ও ভ্যাট বৃদ্ধি বন্ধ করা। ৩. অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু করা।

আনোয়ারুল আলম আরও বলেন, সরকারের নীতি-নির্ধারকদের বিভ্রান্তিকর বক্তব্য এবং আইএমএফের প্রেসক্রিপশন মেনে চলার কারণে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অর্থনীতিতে ধস নামবে বলে সতর্ক করেন তিনি।

Nagad