পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন বাদী হয়ে পরীমণি, তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি, এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর, ভয়ভীতি দেখানো ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে অ্যালকোহল পান করেন এবং বিনামূল্যে ব্লু লেবেল অ্যালকোহলের বোতল পার্সেল দিতে চাপ দেন। এতে বাধা দিলে পরীমণি বাদীকে গালমন্দ ও মারধর করেন এবং ক্লাবে ভাঙচুর চালান।

২০২১ সালের ৯ জুন রাতে সংঘটিত এই ঘটনার তদন্তে মারধর এবং ভয়ভীতির অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। পরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

উল্লেখ্য, পরীমণি একই ঘটনায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তবে তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয়নি। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Nagad