কারাগার থেকে পলাতক ৭০০ আসামি: আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনো ৭০০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কারাগার থেকে ৭০০ এর মতো আসামি বের হয়ে গেছে। তাদের এখনো ধরা সম্ভব হয়নি। তবে যারা ধরা পড়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “ছিনতাই ও চাঁদাবাজি হচ্ছে, এটা অস্বীকার করছি না। তবে যারা এসব অপরাধ করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। জামিনে মুক্তি পাওয়া কিছু অপরাধীও একই কাজে জড়িত হচ্ছে। তবে এ সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
পুলিশের কার্যক্ষমতা নিয়ে তিনি বলেন, “পুলিশে স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যোম নেই। আমরা তাদের কর্মোদ্যম বাড়ানোর জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে ০৯৬১২০২১৬৯০ নম্বরের একটি জরুরি হটলাইন উদ্বোধন করা হয়। এই নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার এবং কথা বলার তারিখ সম্পর্কিত তথ্য জানতে পারবেন বন্দিদের স্বজনরা।
এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা প্রকল্পে কাজের সুযোগ দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসীদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসীরা যদি আবার অপরাধে জড়ায়, তবে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”