আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি আদালতে হাজির হন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন, এবং শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।


এ মামলায় পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের ঘটনায় নাসির উদ্দিন মাহমুদ অভিযোগ করেন। মামলায় পরী মণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ আনা হয়।