শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। ঠান্ডা বাতাস এবং শীতের তীব্রতা সাধারণ মানুষের জীবনে ভোগান্তি বাড়িয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের কারণে মানুষের পাশাপাশি পশুপাখির জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভ্যান চালানো কষ্টকর, শীতের তীব্রতা বাড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।

শীতের প্রকোপে মাঠঘাটে কাজ করা কৃষকরা কষ্ট পাচ্ছেন। ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহানোর চেষ্টা করছেন তারা। যানবাহনও চলছে হেডলাইট জ্বালিয়ে। এই শীতের তীব্রতা সাধারণ জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে, এবং নিম্নআয়ের মানুষ সরকারি ও বেসরকারি সাহায্যের জন্য অপেক্ষা করছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এদিন আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।