আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিল: ফিরছেন সান্তোসে
সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সোমবার (২৮ জানুয়ারি) ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চুক্তি বাতিল করা হয়েছে।
এর আগে ব্রাজিলের ক্লাব সান্তোস ঘোষণা দিয়েছিল, নেইমার তাদের ক্লাবে ফিরছেন। রাত পোহাতেই সেই ঘোষণা সত্যি হলো। আল হিলাল সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।


২০২৩ সালে পিএসজি ছেড়ে প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সৌদি আরবে চোট ও অন্যান্য কারণে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে খেলার সময় হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর অল্প সময় মাঠে ফিরলেও আবারও চোটে পড়েন।
ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার মতো তারকাদের পথ ধরে সৌদি আরবে যোগ দিয়েছিলেন নেইমার। তবে চোট ও অন্যান্য সমস্যা তাঁকে আল হিলালের হয়ে স্বপ্ন পূরণে বাধা দিয়েছে।