সাত কলেজের দীর্ঘমেয়াদি সমাধান: আসছে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজকে নিয়ে একটি নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য দিয়ে তিনি জানান, “আট বছর আগে বিবেচনাহীনভাবে সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর ফলে বহু জটিল সমস্যা তৈরি হয়েছে। এই সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


তিনি আরও বলেন, “একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়সাপেক্ষ কাজ। এটি তিন দিনের মধ্যে সম্ভব নয়। কাঠামোগত প্রক্রিয়া, মডেল, আইন এবং অর্থের বিষয় রয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ, সংবিধি প্রণয়নসহ নানা বিষয় নিয়ে কাজ করতে হবে। এটি একটি জটিল এবং দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।”
শিক্ষা উপদেষ্টা বলেন, “একটি বিশ্ববিদ্যালয় গঠন করা হলে তা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। এখানে শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। তাই আমরা তড়িঘড়ি কোনো অবিবেচনামূলক সিদ্ধান্ত নিতে চাই না। শিক্ষার্থীদের মতামত নিয়ে, তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে আলাদা প্রক্রিয়া নির্ধারণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তির প্রক্রিয়াটি যথাযথভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন হলে সাত কলেজের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা উপদেষ্টা।