সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম থাকায় কিছু কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তেল। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আসন্ন রমজানের আগে আরও এক দফা তেলের দাম বাড়তে পারে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর হাজিপাড়া বউ বাজার, রামপুরা ও মালিবাগের বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কয়েকটি দোকানে থাকলেও সেগুলোতে গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

রামপুরার এক মুদি দোকানি বলেন, ‘কোম্পানিগুলো ঠিকঠাক তেল দিচ্ছে না। মাঝে মাঝে দুই-এক কার্টন আসে, যা চাহিদার তুলনায় অনেক কম।’

একজন ডিলার নাম প্রকাশ না করার শর্তে জানান, রমজানের আগে তেলের দাম আরেক দফা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিগুলোর। এ জন্য বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

গত ডিসেম্বরের শুরুর দিকে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়েছিল কোম্পানিগুলো। নতুন সরকার তেল আমদানিতে শুল্ক ছাড় দিলেও আমদানি বাড়েনি। বরং বাজারে তেলের সংকট বেড়েছে।

বাজারে সংকটের কারণে বেশ কিছু বিক্রেতা এখন খোলা সয়াবিন তেল বিক্রি শুরু করেছেন। কেউ কেউ তেল মজুত রেখে শুধু নিয়মিত ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

Nagad

তেলের সংকটের মধ্যেও ডিম ও সবজির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। ফুলকপি ও বাঁধাকপি ২০-২৫ টাকা। শিম ৩০-৫০ টাকা। টমেটো ২০-৪০ টাকা। কাঁচা মরিচ ৪০-৫০ টাকা।ডজন ডিম ১৩৫-১৪০ টাকা। ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা কেজি

বাজার বিশ্লেষকরা বলছেন, তেল সরবরাহে অনিয়ম ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। না হলে রমজানের আগে সাধারণ ভোক্তাদের আরও ভোগান্তিতে পড়তে হবে।