মিয়ানমার ও ভারত থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

সংগৃহীত ছবি

মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা সাড়ে ৩০ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম ও মোংলা বন্দরে। এর মধ্যে মিয়ানমার থেকে এসেছে ২৩ হাজার টন এবং ভারত থেকে সাড়ে ৭ হাজার টন চাল।

শুক্রবার (৩১ জানুয়ারি) সরকারি পর্যায়ে চুক্তির (জি টু জি) ভিত্তিতে কেনা মিয়ানমারের আতপ চাল এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা ভারতীয় চাল বন্দরে এসে পৌঁছায়।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা ভারতীয় আরও ৮ হাজার ৫০০ ও ১০ হাজার টন চালের দুটি জাহাজ শনিবার ও রোববার মোংলা বন্দরে পৌঁছাবে।

এর আগে গত বুধবার মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা চালের আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। ওই চালের পরিমাণ ছিল ৩৭ হাজার টন, যার মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন ও ভারত থেকে ১৫ হাজার টন আসে।

এর আগেও অন্তর্বর্তী সরকার একাধিক দফায় মিয়ানমার ও ভারত থেকে চাল আমদানি করেছে।

Nagad