খুলনা টাইগার্সের জয়, প্লে-অফে রাজশাহীর বিদায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। এর ফলে রাজশাহী কিংসের বিদায় নিশ্চিত হয়েছে।

ম্যাচ শুরুর আগে রাজশাহীর অবস্থান চারে ছিল, তবে খুলনা টাইগার্সের জয় নিশ্চিত করেছে তাদের প্লে-অফে ওঠার পথ। একদিকে, ঢাকার বিদায় নিশ্চিত ছিল, অন্যদিকে খুলনা টাইগার্সের লক্ষ্য ছিল জয় পেয়ে সেরা চারে জায়গা করে নেওয়া।

খুলনা দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন তাদের বোলাররা, যারা ঢাকাকে ১২৩ রানে আটকে রেখেছিলেন। ১২৪ রানের লক্ষ্য পূরণের পথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৭৪ রানের দুর্দান্ত ইনিংস দলকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

মিরাজের দুর্দান্ত ইনিংসে খুলনা টাইগার্স ১৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ম্যাচে ঢাকার বোলার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বেশ প্রভাবশালী ছিলেন। তবে শেষ পর্যন্ত খুলনার জয় নিশ্চিত হয়।

রাজশাহীর বিদায়ের পাশাপাশি খুলনা টাইগার্সের দল এক জায়গা ওপরে উঠে প্লে-অফে পৌঁছেছে।

Nagad