কোচিং ক্যারিয়ার গড়তে নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

জাতীয় দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এক বছরের মাথায়ই দায়িত্ব ছেড়েছেন তিনি। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, এক মাসের নোটিশ দিয়ে চাকরি ছাড়ছেন হান্নান। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নির্বাচকের পদটি অত্যন্ত সম্মানজনক, তবে আর্থিক দিক থেকে এটি স্বচ্ছলতার নিশ্চয়তা দেয় না।”

২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন হান্নান সরকার। বিসিবির সঙ্গে চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত, যেখানে তিনি মাসিক ১ লাখ ২৫ হাজার টাকা বেতন পেতেন। তবে শুরু থেকেই বেতন কাঠামো আকর্ষণীয় মনে হয়নি তার কাছে।

বিসিবির নির্বাচক প্যানেলে থাকার ভবিষ্যৎ অনিশ্চিত বলে কিছুদিন ধরে নিজ থেকেই চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করছিলেন হান্নান। তার পরিকল্পনা মূলত কোচিং ক্যারিয়ার গড়ার দিকে। তিনি বলেন, “জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক। তিনি যদি জাতীয় দলের প্রধান কোচ হন, তাহলে আমাদের জন্যও ভালো সম্ভাবনা তৈরি হবে। বিসিবিতে উপযুক্ত সম্মানী পেলে ভবিষ্যতে কোচ হিসেবেও কাজ করতে চাই।”

খেলা ছাড়ার পর কোচিংকেই পেশা হিসেবে নিয়েছিলেন হান্নান সরকার। পরবর্তীতে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে বিসিবিতে যোগ দেন তিনি। তবে এবার নতুন ক্যারিয়ার গড়তে আবারও কোচিংয়ের দিকেই মনোযোগ দিতে চান জাতীয় দলের সাবেক এই ব্যাটার।

Nagad