দেশে শিল্পীদের ভূমিকা নিয়ে মন্তব্য সংস্কৃতি উপদেষ্টার
বিগত ১৫ বছর দেশে শিল্পীদের যথাযথ ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পথনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই সময়ে শিল্পীরা তাদের দায়িত্ব পালন করতে পারেননি, যদিও তাদের উচিত ছিল সেই ভূমিকা রাখা।”
ফারুকী আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ কথার স্বাধীনতা পেয়েছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদেরকেও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।” এসময় তিনি পথ নাটকের মাধ্যমে বিগত ১৫ বছরে ঘটে যাওয়া দুঃশাসনের গল্পগুলো তুলে ধরার আহ্বান জানান।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও এ অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, “পথনাটকের মাধ্যমে প্রতিবাদের শৈল্পিক প্রকাশ ঘটানো সম্ভব। গণঅভ্যুত্থানের পর এমন আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।”