দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২০২৩ সালের প্রথম আসরের পর এবারও চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তি আবারও প্রমাণ করেছে ভারতীয় নারী ক্রিকেট দল।
কুয়ালালামপুরের বায়োমাস ওভালে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে মাত্র ৮২ রানেই অলআউট হয়ে যায়। তাদের মধ্যে চার ব্যাটার মাত্র দুই অংক স্পর্শ করতে সক্ষম হন, তবে কেউই ত্রিশ রান পার করতে পারেননি। মিকে ফন ভরস্টের ১৮ বলের ২৩ রানের ইনিংসটি ছিল দলীয় সর্বোচ্চ।


ভারতের গনগাদি তৃষা মাত্র ১৫ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন, আর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে ধ্বংস করতে সাহায্য করেন।
জবাবে ভারতীয় দল ১১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার কামিলিনি ৮ রান করে ফিরে গেলেও, গনগাদি তৃষা ৩৩ বলের ৪৪ রান এবং সানিকা চাক ২২ বলের ২৬ রানে অপরাজিত থেকে দলকে জয় উপহার দেন।