উত্তরবঙ্গে পেট্রলপাম্প ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রলপাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হয়, যা বিভিন্ন যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে ফেলে।

বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে পেট্রলপাম্প মালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিকেল ৪টার দিকে রাজশাহী বিভাগের পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে পেট্রলপাম্প মালিকরা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, যা সম্পূর্ণ অন্যায়। তারা ক্ষতিপূরণের দাবি জানান।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ আশ্বস্ত করেন, একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সড়ক ও জনপথ বিভাগের কোনো দোষ পাওয়া গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কোনো পেট্রলপাম্পে উচ্ছেদ অভিযান চালানো হবে না।

তবে, তিনি সতর্ক করে বলেন, জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ করা হলে তার দায় পেট্রলপাম্প মালিকদেরই নিতে হবে।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, কোনো নোটিশ ছাড়াই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করা হয়েছে। তারা প্রশাসনের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন এবং আশ্বাসের ভিত্তিতেই ধর্মঘট প্রত্যাহার করেছেন।

Nagad

বৈঠকে জেলা প্রশাসক হোসনা আফরোজ, পুলিশ সুপার জিদানাল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোমানা আফরোজ, টিএমএসএসের কর্ণধর প্রফেসর ড. হোসনে আরা বেগমসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ, অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়। সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার বগুড়ার আদমদিঘি থানা এলাকায় দুটি ফিলিং স্টেশনে কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালায় নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পেট্রলপাম্প মালিকরা ধর্মঘটের ঘোষণা দেন। তবে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।