‘কী করলাম বা করলাম না, ভবিষ্যৎ প্রজন্ম তা দিয়ে আমাদের বিচার করবে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা কী করলাম বা করলাম না, ভবিষ্যৎ প্রজন্ম তা দিয়ে আমাদের বিচার করবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, দেশের রাজনৈতিক দল ও অংশীজনদের ঐকমত্যে পৌঁছানোর জন্য এসব প্রতিবেদন প্রকাশ করা হবে এবং তার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হবে।

তিনি বলেন, ‘এই প্রতিবেদন দেশের প্রতিটি মানুষকে স্পর্শ করবে। দরিদ্র বা ধনী যেই হোক, এটি সবার জন্য গুরুত্বপূর্ণ। এই সংস্কার দেশের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখবে।’

প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বৈশ্বিক পর্যায়েও একটি গুরুত্বপূর্ণ অবদান। এ কারণে, আমি অনুরোধ করবো, এটির ইংরেজি সংস্করণও প্রকাশ করা হোক, যাতে এটি আন্তর্জাতিক পরিসরে পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তারা জানতে চাইবে, আমরা এই সংস্কার বাস্তবায়ন করেছি কি না। কারণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা তো এখন স্পষ্টভাবেই তুলে ধরা হয়েছে।’

Nagad

সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও গবেষণা দিয়ে এক মূল্যবান দলিল তৈরি করেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’