শেষ ওভারের নাটকীয়তায় খুলনাকে হারিয়ে ফাইনালে চিটাগং কিংস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

শেষ ওভারের রোমাঞ্চে খুলনাকে ২ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগং কিংস। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের নায়ক ছিলেন আলিস আল ইসলাম, যিনি শেষ বলে বাউন্ডারি মেরে চিটাগংকে জয় এনে দেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। জবাবে ২ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে চিটাগং।

শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলে আরাফাত সানি বাউন্ডারি হাঁকিয়ে উত্তেজনা বাড়িয়ে দেন। দ্বিতীয় বলে ২ রান নেন তিনি। এরপর এক রান নিয়ে স্ট্রাইক দেন আলিস আল ইসলামকে, তবে দৌড়াতে গিয়ে তিনি চোট পান এবং মাঠ ছাড়েন।

বদলি ব্যাটসম্যান হিসেবে নেমে শরিফুল প্রথম বলেই চার মারেন, কিন্তু পরের বলেই ক্যাচ দিয়ে আউট হন। এতে শেষ বলে ৪ রান প্রয়োজন হয় চিটাগংয়ের। তখন আবার ক্রিজে ফেরেন আলিস আল ইসলাম। শেষ বলে ঠান্ডা মাথায় বাউন্ডারি মেরে চিটাগংকে ফাইনালে তোলেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে খুলনার শুরুটা ভালো হয়নি। মাত্র ২ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ, শূন্য রানেই আউট হন অ্যালেক্স রোস। ওপেনার মোহাম্মদ নাঈমও ২২ বলে ১৯ রানের বেশি করতে পারেননি।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার খুলনাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। অঙ্কন ৩২ বলে ৪২ রান করেন, কিন্তু ১৮তম ওভারে শরিফুলের বলে আউট হয়ে যান। অন্যদিকে, ক্যারিবিয়ান তারকা হেটমায়ার ঝড়ো ব্যাটিং করেন। ৩৩ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। শেষদিকে জেসন হোল্ডারের ১২ রানে ভর করে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা।

Nagad

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগংয়ের শুরুটাও ভালো হয়নি। ৪ রানেই ফিরে যান পারভেজ ইমন ও গ্রাহাম ক্লার্ক। তবে খাজা নাফি ও হুসাইন তালাত জুটি গড়ে দলকে এগিয়ে নেন। নাফি ৩৬ বলে ফিফটি করেন, তালাত ২৫ বলে ৪০ রান করে আউট হন।

এরপর মুশফিকের দুর্দান্ত এক ওভারে ম্যাচে ফিরে আসে খুলনা। ১৬তম ওভারে নাফিকে বোল্ড করে দেন মুশফিক, পরে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং। তবে শেষ ওভারে আলিস আল ইসলামের অসাধারণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে চিটাগং কিংস।

খুলনার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও মুশফিক আহমেদ, নাসুম আহমেদ নেন ২ উইকেট। তবে শেষ ওভারের নাটকীয়তায় খুলনার স্বপ্নভঙ্গ করে ফাইনালে পা রেখেছে চিটাগং কিংস।