ঐশ্বরিয়ার রূপ নিয়ে মন্তব্য অমিতাভের, নেটিজেনদের মাঝে আলোচনা
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ৫০ বছর বয়সেও তার সৌন্দর্য মুগ্ধ করে রাখে ভক্তদের। যদিও তিনি বর্তমানে সিনেমা থেকে কিছুটা দূরে, তবে তার রূপের জাদু নিয়ে আলোচনার কমতি নেই।
সম্প্রতি মেগাস্টার অমিতাভ বচ্চনের এক মন্তব্য ঐশ্বরিয়ার সৌন্দর্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এর একটি পর্বে এক কিশোরী অমিতাভকে প্রশ্ন করেন, “ঐশ্বরিয়া রাই কী সুন্দর, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন, ওর কাছ থেকে সুন্দর হওয়ার কোনও টিপস জানাবেন?”


এ প্রশ্নের উত্তরে অমিতাভ মুচকি হেসে বলেন, “আমরা জানি তিনি সুন্দরী। তবে বাহ্যিক সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে, কাল নেই। কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যায়।”
তার এই মন্তব্য নীতিবোধপূর্ণ হলেও, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে নিছক সাধারণ মন্তব্য হিসেবে দেখছেন, আবার অনেকেই মনে করছেন, এতে হয়তো ঐশ্বরিয়া ও তার পারিবারিক জীবনের প্রতি কোনো ইঙ্গিত রয়েছে।
অমিতাভ বচ্চনের বক্তব্য প্রসঙ্গে বচ্চন পরিবারের কেউ এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এই মন্তব্যকে কেন্দ্র করে বলিউড ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনা এখনো অব্যাহত রয়েছে।