শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। দলের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম ছাড়া মাঠে নামলেও, লস ব্লাঙ্কোসদের জয় নিশ্চিত করেছেন গন্সালো গার্সিয়া।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে শুরুতে আক্রমণাত্মক ছিল লেগানেস। তবে ১৮তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্দ্রিক।


লেগানেস অবশ্য হার মানেনি। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হুয়ান ক্রুস। এরপর ৫৯তম মিনিটে তার দ্বিতীয় গোলেই সমতায় ফেরে স্বাগতিকরা।
নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত সমতায় থাকলেও, তিন মিনিটের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ব্রাহিমের ক্রসে হেড করে জয় নিশ্চিত করেন গার্সিয়া। ৩-২ গোলের এই জয়ে সেমিফাইনালের টিকিট পায় রিয়াল মাদ্রিদ।