ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২, যে যা পারছে খুলে দিচ্ছে জনতা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙচুরের পর এ ভবনের লোহার রড খুলে নিচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়-যে যা পারছে; খুলে নিয়ে যাচ্ছে। পুড়িয়ে দেওয়া তিনটি মাইক্রোবাস থেকেও লোহা সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, এসকেভেটরের মাধ্যমে ভবনের বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে থাকা লোহার রড সংগ্রহে ব্যস্ত মানুষজন। কেউ এগুলো বিক্রির জন্য, কেউবা নিজের কাছে সংরক্ষণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন।

সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তিনি রড খুলে বিক্রি করবেন। অন্যদিকে, নাজমুল হাসান বলেন, ‘এগুলো জনগণের সম্পদ, তাই জনগণই নিচ্ছে।’

পুড়িয়ে দেওয়া তিনটি মাইক্রোবাস থেকেও লোহার অংশ খুলছে অনেকে। শফিকুল ইসলাম নামে একজন জানান, তারা কয়েকজন মিলে লোহা খুলেছেন এবং ভ্যানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, ইয়াকুব আলী বলেন, ‘কিছু বাসায় স্মৃতি হিসেবে রাখব, বাকিটা বিক্রি করব।’

সকাল থেকেই ধ্বংসস্তূপ থেকে যার যা দরকার, তাই নিয়ে যাচ্ছে মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।

সরেজমিনে আরও দেখা গেছে, কিছু পুড়িয়ে ফেলা বই রয়েছে বাড়িটির অবশিষ্ট অংশের বিভিন্ন ফ্লোরে।

Nagad

প্রসঙ্গত-শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে গভীর রাতে শুরু হয় ক্রেন, বুলডোজার এবং এক্সক্যাভেটর দিয়ে ভাঙার কাজ।