যশোরে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ভাঙচুর
যশোরের বকুলতলা মোড়ে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, শাবল ও একটি এস্কেভেটরের মাধ্যমে ম্যুরালটি ভাঙচুর করা হয়।
ইসলামী ছাত্র মজলিসের নেতারা现场ে ঘোষণা দেন যে, বঙ্গবন্ধুর ম্যুরালের স্থানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদ—ইমতিয়াজ আহমেদ জাবির ও আবদুল্লাহর নামে একটি স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হবে।


সংগঠনটির যশোর শহর শাখার সেক্রেটারি আবু দারদা নাঈম বলেন, “আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি। তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অনেকদিন ধরেই যশোরের এই ম্যুরালটি ভাঙার চেষ্টা করছিলাম। আজ পৌরসভায় গিয়ে একটি এস্কেভেটরের আবেদন করেছিলাম, যা আমাদের সরবরাহ করা হয়েছে।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।