রমজানে বাজার তদারকিতে ভোক্তা অধিদপ্তরের ৬০টি টিম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে ৬০টি টিম গঠন করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বর্তমানে প্রতিদিন প্রায় ৩০টি টিম বাজার মনিটরিং করলেও রমজানে এ সংখ্যা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অধিদপ্তরের ডিজি জানান, রমজানে খেজুর, মসলা ও ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও অন্যান্য নিত্যপণ্য নিয়ে তেমন শঙ্কা নেই। তবে এসব পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে।

সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস, এলসি খোলায় সহযোগিতা, ব্যাংকিং সাপোর্টসহ নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। সভায় ব্যবসায়ীরাও যৌক্তিক মূল্য নির্ধারণ ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে একমত হয়েছেন।

এক্ষেত্রে ব্যবসায়ী, ভোক্তা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

Nagad