রমজানে বাজার তদারকিতে ভোক্তা অধিদপ্তরের ৬০টি টিম
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে ৬০টি টিম গঠন করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বর্তমানে প্রতিদিন প্রায় ৩০টি টিম বাজার মনিটরিং করলেও রমজানে এ সংখ্যা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় অধিদপ্তরের ডিজি জানান, রমজানে খেজুর, মসলা ও ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও অন্যান্য নিত্যপণ্য নিয়ে তেমন শঙ্কা নেই। তবে এসব পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে।
সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস, এলসি খোলায় সহযোগিতা, ব্যাংকিং সাপোর্টসহ নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। সভায় ব্যবসায়ীরাও যৌক্তিক মূল্য নির্ধারণ ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে একমত হয়েছেন।
এক্ষেত্রে ব্যবসায়ী, ভোক্তা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।