ধানমন্ডি ৩২ ও সারাদেশে ভাঙচুর: কার্যকর পদক্ষেপ চায় টিআইবি
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এ ধরনের পরিস্থিতি গণতন্ত্র, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। একে নিয়ন্ত্রণে শুধু বিবৃতি নয়, সরকারের কার্যকর ভূমিকা জরুরি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সহিংস কর্মসূচির পূর্বাভাস থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে, যা যথেষ্ট নয়।”


তিনি আরও বলেন, “দেশব্যাপী প্রতিশোধমূলক ভাঙচুর ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।”
টিআইবি মনে করে, বর্তমান পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা না গেলে, তা দেশের গণতান্ত্রিক উত্তরণ ও সুশাসনের পথকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। সংস্থাটি প্রত্যাশা করছে, “সরকার শুধু দায়সারা বিবৃতি নয়, বরং দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনসিদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করবে।”
এছাড়া, ভিন্নমতের প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাষ্ট্র ও সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি।