টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান, প্রথম বলেই ছক্কা মেরে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রিশাদ হোসেন। তিন বল বাকি থাকতেই বরিশাল শিরোপা উৎসবে মাতোয়ারা হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংস ৩ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। জবাবে, বরিশাল ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

জয়ের নায়ক ছিলেন কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ এবং শেষদিকে রিশাদ হোসেন। তবে ১৮তম ওভারে শরিফুল ইসলামের পরপর দুই বলে মায়ার্স (৪৬) ও মাহমুদউল্লাহ (০) আউট হলে ম্যাচ হেলে পড়ে চিটাগংয়ের দিকে। কিন্তু রিশাদ হোসেন শেষ ওভারে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় দুর্দান্ত সূচনা এনে দেন। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেন ৫৭ রান। ২৯ বলে ৫৪ রান করেন তামিম, যার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। হৃদয় করেন ২৮ বলে ৩২ রান।

মায়ার্সের ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস বরিশালকে জয়ের দিকে এগিয়ে নেয়। কিন্তু শেষদিকে চাপ সামলান রিশাদ হোসেন, ৬ বলে অপরাজিত ১৮ রান করে দলকে শিরোপা এনে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের ইনিংস গড়ে পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। ইমন ৪৯ বলে ৭৮ রান করেন, নাফে ৪৪ বলে করেন ৬৬ রান। ৪৪ রান করেন গ্রাহাম ক্লার্ক। তবে শেষ পর্যন্ত এই বিশাল সংগ্রহও জয়ের জন্য যথেষ্ট হয়নি।

Nagad

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো ফরচুন বরিশাল।