ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ বিভাগে অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মোট দেড় ঘণ্টার এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনসহ দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট বিভাগের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের, খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিভাগের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগের এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
এ বছর ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির মোট আসন সংখ্যা ৬ হাজার ১০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৫০টি।
এর আগে, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।