গাজীপুরে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুর সংবাদদাতা:গাজীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার রাজবাড়ি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার দিনগত রাত ৩টা ২৪ মিনিটে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, “গাজীপুরে আমাদের সংগঠকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হবে। এতে অংশ নেবেন সারাদেশের ছাত্র–জনতা ও কেন্দ্রীয় নেতারা।”

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র–জনতা হামলা চালায়। এসময় স্থানীয়দের প্রতিরোধে সংঘর্ষ বাধে, যেখানে অন্তত ১৫ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, শতাধিক বিক্ষুব্ধ ছাত্র–জনতা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে মসজিদের মাইকে ‘ডাকাতি হচ্ছে’ বলে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয় এবং ভাঙচুরকারীদের কিছুসংখ্যককে মারধর করে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুরের সময় সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Nagad

আজকের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।