‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেপ্তার ১,৩০৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং নিয়মিত অভিযানে এখন পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশের মেট্রোপলিটন পুলিশ ২৭৪ জন এবং রেঞ্জ পুলিশের অভিযানে ১,০৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে।