হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তীব্র ভিড়ের কারণে সম্ভাব্য ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ হজযাত্রার সময় যেন শিশুরা কোনো দুর্ঘটনার শিকার না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

এছাড়া, ২০২৫ সালের হজে অগ্রাধিকার পাবেন নতুন হজযাত্রীরা, যারা আগে কখনো হজ করেননি।

সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে হজের নিবন্ধন ইতোমধ্যে চালু হয়েছে। হজযাত্রীরা অনলাইনে তথ্য যাচাই-বাছাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ জমা দিতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।