ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট, আলামত সংগ্রহ চলছে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের ৫ থেকে ৬ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ তারা সেখানে কাজ করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।


বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ‘ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। এটি একটি দক্ষ টিম, যারা অপরাধ সংক্রান্ত আলামত বিশ্লেষণ করে। তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’
এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি না, এমন সন্দেহের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। তবে সেখানে কিছুই পাওয়া যায়নি বলে জানানো হয়।
ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, তদন্তে সিআইডি
ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ির এলাকায় হাড়গোড় পাওয়ার খবর পাওয়া গেছে। এটি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষা করে দেখছে সিআইডি ক্রাইম সিন ইউনিট।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, ‘ধানমন্ডি ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবে।’
সাম্প্রতিক সময়ে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নানা আলোচনা চলছে। গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি গুঁড়িয়ে দেয়। এরপর থেকেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।
সিআইডি তাদের পরীক্ষার পর নিশ্চিত করবে, উদ্ধার হওয়া হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর এবং এটি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না।