শাহবাগ অবরোধ, বন্ধ যানচলাচল, ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। তবে, পরে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের নারী শিক্ষকরা আবারও সড়কে অবস্থান নেন, যার ফলে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে প্রকাশিত হয়। প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ আটকে যায়।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ, যার ফলাফল প্রকাশিত হয় ২১ এপ্রিল। এরপর ১২ জুন ভাইভা শেষ হওয়ার পর ৩১ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে ৬,৫৩১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন।

কিন্তু সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩১ জন হাইকোর্টে রিট করলে, আদালত ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। পরে, ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে এই নিয়োগ কার্যক্রম বাতিল হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ায় ৬,৫৩১ জন শিক্ষক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন।

Nagad

তারা প্রশ্ন করছেন, ‘আমরা এখন থাকবো কোথায়? রাস্তায় না কি আমাদের কর্মস্থলে? আমাদের জীবনের দায়ভার কে নেবে?’

শিক্ষকদের একমাত্র দাবি, ‘আমরা দ্রুত যোগদান করতে চাই।’

অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।