আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, বিকেলে প্রেস ব্রিফিং

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তিনটি আয়নাঘর পরিদর্শন করেছেন। দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার আয়নাঘরগুলো ঘুরে দেখেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীদের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং আলোচিত এই স্থানগুলোর বাস্তব চিত্র পর্যালোচনা করা।

এদিকে, দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস ব্রিফিং ডেকেছে। সেখানে আয়নাঘর পরিদর্শনের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আয়নাঘর নিয়ে নানা বিতর্ক ও অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বিশেষ করে, আগের সরকারের আমলে এসব স্থানে নির্যাতনের অভিযোগ উঠেছিল। প্রধান উপদেষ্টার এই পরিদর্শনকে অনেকে বিচারের পথ তৈরির অংশ হিসেবে দেখছেন।