‘এটা বিভৎস দৃশ্য’—আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর তিনটি ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় থাকা নির্যাতনকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, ‘এটার বর্ণনা যদি দিতে হয়, তাহলে বলব এটা বিভৎস দৃশ্য। যারা নিগৃহীত হয়েছে, তারা আমাদের সঙ্গেই আছেন। তাদের মুখ থেকেই শুনলাম কী হয়েছে। এটার কোনো ব্যাখ্যা নেই।’

তিনি আরও বলেন, ‘এমন টর্চার সেল নাকি সারা বাংলাদেশে ৮০০ থেকে ৯০০টি ছিল। গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা।’

প্রধান উপদেষ্টা আয়নাঘরগুলোকে সিলগালা করে প্রমাণ হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, যাতে কেউ ধ্বংস করতে না পারে।

তিনি বলেন, ‘মানুষের মনুষ্যত্ববোধ বলে কিছু আছে, সেটার বহু গভীরে নিয়ে গেছে আয়নাঘরের বিভৎস দৃশ্য। নৃশংসতার সীমা ছাড়িয়েছে এখানে যা ঘটেছে। শুনে অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ?’

ড. ইউনূস জানান, ‘দেশজুড়ে আরও ২৭-২৮টি আয়নাঘর থাকার তথ্য পাওয়া যাচ্ছে, যা আগে জানা ছিল না।’

Nagad

এদিকে, আয়নাঘর পরিদর্শনের বিষয়ে দুপুর আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে তার প্রেস উইং।

প্রসঙ্গত, গুম কমিশনের অনুসন্ধানের পর আয়নাঘরগুলোর অস্তিত্ব প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রী গুম কমিশনকে এসব আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন ড. ইউনূস।