জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।


আবেদনে বলা হয়েছে, মুজিবুল হক ও তার এপিএস আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে জানা গেছে, মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা অনুসন্ধান কার্যক্রমকে দীর্ঘায়িত বা ব্যাহত করতে পারে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।