এই ভূখণ্ডে হয় আমরা থাকব, না হয় আওয়ামী লীগ থাকবে: হাসনাত
গাজীপুরে হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই ভূখণ্ডে হয় আমরা থাকব, না হয় আওয়ামী লীগ থাকবে।’
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে কফিন মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেয়, যার মধ্যে ছিল— ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’।


মিছিলে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন সুবিচার নিশ্চিত করতে পারিনি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই— আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করুন এবং দলটিকে নিষিদ্ধ করুন।’
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘গাজীপুরে অভ্যুত্থানের ছয় মাস পর আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করা হলো। আমরা কিছুই করতে পারলাম না। শহীদের লাশের শপথ করে বলছি, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত কাশেমের মৃত্যুতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে— দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গায়েবানা জানাজা এবং খাটিয়া মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানানো।