‘আমি একদিন আয়নাঘরে থাকলে দ্বিতীয় দিন পাগল হয়ে যাবো’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আপনি-আমি একদিন আয়নাঘরে থাকলে দ্বিতীয় দিন পাগল হয়ে যাবো। মারাত্মক ভয়ংকর পরিবেশ। কোনো কোনো আয়নাঘর এতটাই অন্ধকার যে কিছু দেখতে হলে বড় টর্চ জ্বালিয়ে দেখতে হয়।”

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কার নির্দেশে খুনগুলো হয়েছে। এই খুনগুলো দেখেন, চার বছরের শিশু, ছয় বছরের মেয়ে— এদের হত্যা করে লাশ গুম করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নিহতদের ৩০ শতাংশই শিশু।”

তিনি আরও বলেন, ‘যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের হাত রক্তে রঞ্জিত— তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। এ বিচার থেকে কেউ মুক্তি পাবে না। এজন্যই আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, কারণ তার নির্দেশেই এসব হত্যাকাণ্ড ঘটেছে।’

সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তা জনগণই সিদ্ধান্ত নেবে। গত ১৫ বছরে তারা কী করেছে, তা জনগণ দেখেছে। তারা শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম— শুধু অন্ধকার আর অন্ধকার।’

Nagad