গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

গাজীপুর সংবাদদাতা:গাজীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে একদল দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মণ্ডল (৩০) নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলকে (৩০) কুপিয়ে হত্যা করে।

নিহত মামুন ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় রাজনীতি ছেড়ে ক্রিকেটে মনোযোগী ছিলেন এবং বিপিএলে সিলেট দলের নেট বোলার হিসেবে খেলেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে হামলার শিকার হন মামুন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের বাবা আব্দুল মান্নান মণ্ডল বলেন, ‘গত কয়েক বছর ধরে মামুন সংগঠনে সক্রিয় ছিল না। সে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল। আমি এ হত্যার বিচার চাই।’

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটকের জন্য অভিযান চলছে।’

Nagad