বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক জানতে চান, ‘আমরা দেখেছি, বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট কীভাবে বাংলাদেশের শাসন পরিবর্তনে জড়িত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনূস জুনিয়র সোরোসের সাথেও সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ প্রসঙ্গে আপনার মতামত কী?’

উত্তরে ট্রাম্প বলেন, ‘না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী (মোদি) এই বিষয়টি বহুদিন ধরে দেখছেন… আমি বাংলাদেশের বিষয়ে তার ওপরই ছেড়ে দিতে চাই।’

তবে মোদি ট্রাম্পের এই বক্তব্যে কোনো মন্তব্য করেননি এবং পরবর্তী সময়ে তিনি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে শুরু করেন।

এছাড়া মোদি-ট্রাম্প বৈঠকে বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা এবং প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং মোদিকে ‘দর-কষাকষিতে পারদর্শী’ নেতা হিসেবে উল্লেখ করেন।

Nagad

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মোদি) ভারতে খুবই ভালো কাজ করছেন এবং আমাদের দুইজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো অব্যাহত রাখব।

শুল্ক ও ভারত-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহা নেতা। আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য কিছু অসামান্য বাণিজ্য চুক্তি তৈরি করব।

বৈঠকে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অঙ্গীকার করেন। 

ট্রাম্প জানান, মোদি ও ভারতের সঙ্গে তার ‘বিশেষ সম্পর্কে’ রয়েছে। তিনি মোদিকে ‘দর-কষাকষিতে অপ্রত্যাশিত পর্যায়ের পারদর্শী’ নেতা বলে অভিহিত করেন।

মোদি ট্রাম্পকে তার ‘বন্ধু’ বলে অভিহিত করেন এবং জানান, তিনিও ট্রাম্পের ‘আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে পরিণত কর’ (মেইক আমেরিকা গ্রেট এগেইন) শ্লোগানের মতো ‘মেইক ইন্ডিয়া গ্রেট এগেইন’ আপ্তবাক্যে বিশ্বাসী। 

হোয়াইট হাউসে মোদি-ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য, শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, ভিসা ও অভিবাসন নিয়েও কথা বলেছেন দুই নেতা।